শেরপুরে লকডাউন কার্যকরী করতে মোবাইল কোর্ট চলমান
![শেরপুরে লকডাউন কার্যকরী করতে মোবাইল কোর্ট চলমান](./assets/news_images/2021/04/17/01.jpg)
সরকার নির্ধারিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্বে রয়েছে শেরপুর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন তারা।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৭ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন সহ শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম উপজেলায় লকডাউন কার্যকরী করতে ধুনট মোড়,মির্জাপুর হাট,সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন বাজার,কলেজ রোড,কাফুরা সহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত এসময় বাজার মনিটরিং, মাস্ক না পরে ঘোরাফেরা, নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রাখা ও কেনাকাটায় স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করেন। বেশ কয়েকটি প্রতিষ্ঠানসহ ব্যক্তিকে নয়টি মামলায় দুই হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন চাঁদনী বাজারকে বলেন, করোনা সংক্রমণরোধে বিধিনিষেধ বাস্তবায়ন কাজ চলছে। লকডাউন কার্যকরী করতে শেরপুর উপজেলা প্রশাসন বগুড়ার মোবাইল কোর্ট চলমান থাকবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন