প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১ ১৯:৪৭

নন্দীগ্রামে ১৩ লাখ টাকা প্রণোদনা পাচ্ছেন কৃষক

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি
নন্দীগ্রামে ১৩ লাখ টাকা প্রণোদনা পাচ্ছেন কৃষক

 ১৩ লাখ টাকা প্রণোদনা পাচ্ছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার এক হাজার ৮০০ কৃষক। তাদের মাঝে খরিপ-১ আউশ মৌসুমের সহায়তা হিসেবে পাবেন ১৩ লাখ ২৩ হাজার টাকার মূল্যের বিভিন্ন কৃষি উপকরণ। এটি প্রদান করবে কুষি মন্ত্রনালয়ের অধীনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  সুত্র জানায়, চলতি ২০২০-২১ অর্থবছরে ক্ষৃদ্র ও প্রান্তিক কৃষকদের  সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রনালয়। উপজেলার এক হাজার ৮০০ কৃষককে ধান বীজ ও দুই ধরনের সার বিনামূল্যে  দেওয়া হবে। যার বাজার মূল্য ১৩ লাখ ২৩ হাজার টাকা।এই সহায়তার মধ্যে থাকবে বিনামূল্যে প্রত্যেক কৃষক ৫ কেজি ধান বীজ, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে পাবেন। নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আদনান বাবু বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক এক হাজার ৮০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ, সার বিতরণ করা হবে।  অতিদ্রুত সার, বীজ বিতরণ করা হবে। 

উপরে