প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১ ১৯:৫৭

স্ত্রীকে হত্যার চেষ্টায় স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
স্ত্রীকে হত্যার চেষ্টায় স্বামীর 
বিরুদ্ধে থানায় অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে রাবেয়া খাতুন নামে এক গৃহবধুকে ফাঁস দিয়ে হত্যা চেষ্টা ঘটনায়, শ্বশুড় কর্তৃক জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 
জানা যায়, উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পলীগাথী গ্রামের আবুল কাশেম এর কন্যা রাবেয়া খাতুন (১৯) কে গত ৮ মাস পূর্বে  বগুড়া সদর থানার পালশা গ্রামের জনৈক রঞ্জু মিয়ার ছেলে হাসান (২৪) এর সঙ্গে পারিবারিক ভাবে বিবাহ দেন। বিবাহ কিছুদিন তারা ভাল ভাবে ঘর সংসার করলেও  কিছুদিনের মধ্যে তার শ্বশুর রঞ্জু মিয়া ও শ্বাশুড়ী বিনা বেগম সহ  স্বামী ওই গৃহবধুকে মানুষিক ও শারীরিক ভাবে জ্বালা যন্ত্রণা করতে থাকে। এক পর্যায়ে গত ২৮ মার্চ গৃহবধুকে মারপিট করে তার পিতার বাড়িতে পাঠিয়ে দেয়। গত ১৫ এপ্রিল রাবেয়া খাতুন বুড়িগঞ্জ বাজার যাওয়ার সময় হাসান সহ ২/৩ জন  তার পথরোধ করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এব্যাপারে মেয়ের বাবা আবুল কাশেম বলেন, হাসান সহ তার পরিবারের লোকজন আমার মেয়েকে শারীরিক ও মানুষিক ভাবে  জ্বালা যন্ত্রণা করে আসছে। গত ১৫ এপ্রিল হাসান সহ তার লোকজন আমার মেয়েকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে যায়। বর্তমানে আমার মেয়ের কোন সন্ধান না পেয়ে থানায় অভিযোগ দিয়েছি। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।  

 দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন

 

উপরে