প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১ ২০:০০

শিবগঞ্জের কিচকে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় ২ বছরের শিশু সহ ৩ জন আহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জের কিচকে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের
হামলায় ২ বছরের শিশু সহ ৩ জন আহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের সোনার পাড়া গ্রামের ২ বছরের শিশু সুমাইয়া খাতুন প্রতিপক্ষের বাড়ীতে পোষা কবিতর ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে  ২ জন আহত হওয়ার ঘটনায় রবিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 
অভিযোগ সূত্রে জানা যায়, পাশে^র বাড়ী শিল্পী খাতুন শিশু সুমাইয়া অসুস্থ্য কবিতর ধরতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ ঘটনায় শিশুর মা মাহমুদা খাতুন এর প্রতিবাদ করলে আব্দুল মিয়া ও শিল্পী খাতুন তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে একপর্যায়ে বকবিতন্ডতায় জড়িয়ে পড়লে আব্দুল মিয়ার হুকুমে শুক্রবার সকাল ১১ টার দিকে রুবেল, আশরাফ, সাইফুল বাচ্চু, শিল্পী গং এতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশু কন্যা সুমাইয় কে ফেলে দিয়ে ঠোটে রক্তাক্ত জখম করে এবং তার নানা মজিবরকে গুরুত্বর আহত করে, এতে সে মাথায় ফাটিয়া রক্তাক্ত গুরুত্বর আঘাত প্রাপ্ত হন। তার মাথায় ৪টি সেলাই দেওয়া হয়।  ও মা মাহমুদাকে এলোপাথারী ভাবে মারপিট করে শ্লীলতাহানী করে রক্তাক্ত গুরুত্বর জখম করে। পরে এলাকাবাসী তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এঘটনায় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। .

 দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন

 

উপরে