প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১ ০৮:৫৪
লকডাউন অমান্য করায় নোয়াখালীতে একদিনে ৬৪ মামলা
অনলাইন ডেস্ক
![লকডাউন অমান্য করায় নোয়াখালীতে একদিনে ৬৪ মামলা](./assets/news_images/2021/04/19/1noakhali-20210419080931.jpg)
নোয়াখালীতে লকডাউন অমান্য করায় ৬৪ মামলায় ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ এপ্রিল) জেলা প্রশাসনের ১৩টিম অভিযান চালিয়ে এসব মামলা করে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান।
তিনি বলেন, করোনার বিস্তার রোধে রোববার নোয়াখালী সদরসহ ৯ উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় সাধারণ মানুষকে সরকার নির্দেশিত লকডাউন মেনে চলার আহ্বান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন