প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১ ২৩:১৭

সাঘাটায় জোরপূর্বক কৃষি জমিতে পুকুর খনন

উভয় পক্ষের মধ্যে উত্তেজনা
ভ্রাম্যমাণ প্রতিনিধি
সাঘাটায় জোরপূর্বক কৃষি
জমিতে পুকুর খনন

গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের  ডিমলা  পদুম শহর গ্রামে প্রতিপক্ষরা জোরপূর্বক জমি দখল করে কৃষি জমিতে পুকুর খনন করছেন। এ ব্যাপারে প্রতিকার চেয়ে গত ১৯/০৪/২০২১ ইং তারিখে কবলা দলিল মূলে দাবিদার মোঃ মফিজল হক সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়। 
অভিযোগপত্রে জানা যায়, উপজেলার ডিমলা পদুম শহর গ্রামের মৃতঃ শোটকা বেপারীর ছেলে মোঃ মফিজল হক ডিমলা পদুমশহর মৌজায় মাঠ রেকর্ড মূলে দীর্ঘদিন থেকে ১৪ শতাংশ জমি ভোগ দখল করে চাষাবাদ করে আসছিলেন। গত ১৯/ ০৪/২০২১ ইং তারিখে একই গ্রামের মৃতঃ আমিজ উদ্দিন প্রধানের ছেলে চটকু প্রধান ও খোকা প্রধান গংরা  উক্ত জমি দখল করে পুকুর খনন করছেন। মফিজল হক বলেন, দীর্ঘদিন থেকে  জমি দখল করে চাষাবাদ করে আসছি তারা জোর করে পুকুর খনন করছে। বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও  কোনো বিচার পাচ্ছিনা। 

 দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন

 

উপরে