প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১ ০৯:৪৫

থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ৯ হেফাজত নেতার দুদিনের রিমান্ড

অনলাইন ডেস্ক
থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ৯ হেফাজত নেতার দুদিনের রিমান্ড

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সমর্থকরা পুলিশের উপর হামলা ও থানার সেবা চত্বর ভাংচুরের ঘটনায় গ্রেফতার ৯ জন হেফাজত ইসলামের নেতাকে ২ দিনের রিমান্ড দেয়া হয়েছে।

গত রোববার আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আসামিরা হলেন- হেফাজত নেতা জয়নাল আবেদীন (২৮), রাজন আহমদ (২৬), একরাম হোসেন (২২), সামছুদ্দিন (২৩), সুমন আহমদ (২০), আলী হোসেন (২৮), মোস্তাফিজুর রহমান ফাহিম (১৯), জনি আহমদ (১৯) ও আবুল হোসেন (৩০)।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন গ্রেফতার ৯ জন হেফাজত নেতার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল রাতে নারায়ণগঞ্জের রিসোর্টে নারীসহ মাওলানা মামুনুল হক আটকের খবরে ছাতকে মামুনুল হকের সমর্থকরা বিক্ষোভ মিছিল করে শহরে। এ সময় শহরে দায়িত্বরত পুলিশের উপর অতর্কিত হামলা চালায় মিছিলকারীরা।

এক পর্যায়ে মিছিলকারীরা শহরের কয়েকটি দোকানপাটেও ভাংচুর করে। এ ঘটনায় ছাতক থানার এসআই আনোয়ার মিয়া বাদী হয়ে ৯৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৯০০ জনের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়। এ মামলায় এখন পর্যন্ত গ্রেফতার ২৫ আসামির মধ্যে ৯ জনকে ২ দিনের রিমান্ডে আনা হয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন

উপরে