বগুড়ায় করোনায় মৃত্যু ৩ : আক্রান্ত ৪৩
![বগুড়ায় করোনায়
মৃত্যু ৩ : আক্রান্ত ৪৩](./assets/news_images/2021/04/21/193457coronavirus_kalerkantho_2.jpg)
বগুড়ায় করোনা ভাইরাস সংক্রমনের সংখ্যা পারদের মত উঠানামা করছে। কখনো ৯০ এর ঘরে আবার কখনো ৪০ এর ঘরে আক্রান্ত সংখ্যা দাঁড়াচ্ছে। সংক্রমনের সংখ্যা উঠানামা করলেও মৃত্যু সংখ্যা দিনদিন বাড়ছে। এবারের রক ডাউনের প্রথম আট দিনে ১৬ জনের মৃত্যু এবং আক্রান্ত সংখ্যা ছয়শতাধিক ছাড়িয়ে গেছে। সর্বশেষ ২১ এপ্রিল বগুড়ায় নতুন করে আরো ৩ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছে আরো ৪৩ জন।
বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় (২০ এপ্রিল) করোনায় সংক্রমিত হয়েছেন ৪৩ জন। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আরো ৩ জন মারা গেছেন। তারা হলেন, বগুড়া সদরের চকসূত্রাপুরের রহিমা বেগম (৮০) শেরপুর উপজেলার যুগিগাতি গ্রামের জোবেদা বেগম (৫৫) ও গাবতলী উপজেলার তরফসরতাজ গ্রামের খাজা মিয়া (৪৫)। এ নিয়ে জেলায় সরকারী হিসেবে করোনায় মৃতের সংখ্যা ২৮২ জনে দাঁড়ালো।
বুধবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ার দুটি আরটি পিসিআর ল্যাবে ৩০৯ টি নমুনা পরিক্ষা করে ৪৩ জন করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে বগুড়া সদরে ৩৫ জন, শেরপুরে ৪ জন, দুপচাঁচিয়া ৩ এবং বাকি একজন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৪জন। এ পর্যন্ত বগুড়ায় করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১১ হাজার ৫৩৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ১৮৬ জন ও চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৬৬ জন। এ ছাড়া করোনায় মঙ্গলবার ২জন, সোমবার ৫জন মারা গেছেন। গত এক সপ্তাহ ধরে মৃত্যু বেড়েছে বগুড়া জেলায়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন