প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১ ২১:০৮
নন্দীগ্রামে জলাবদ্ধতা ঠেকাতে ড্রেন খননের কাজ শুরু
নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি
![নন্দীগ্রামে জলাবদ্ধতা ঠেকাতে ড্রেন খননের কাজ শুরু](./assets/news_images/2021/04/23/01.jpg)
বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ঠেকাতে নন্দীগ্রামে পৌরসভার বগুড়া- নাটোর মহাসড়কের দু’পাশে দামগাড়া থেকে ওমরপুর পর্যন্ত ড্রেন পরিস্কার-খননকাজ শুরু হয়েছে। শুক্রবার সকালে এ ড্রেন খননকাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান। এসময় পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম, আখতারুজ্জামান উজ্জল, সাইফুল ইসলাম,ববিতা বেগম,সমাজসেবক আব্দুল মজিদ,আবুল কালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানা গেছে, নন্দীগ্রাম পৌর শহরের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা নিরসনে পৌরসভার পানি নিষ্কাশনের বড় ড্রেনগুলো যা ছিল অচলপ্রায়,সেগুলো খনন করে সচল করা হয়েছে। পানি নিরসনের জন্য পৌর এলাকায় দামগাড়া থেকে ওমরপুর পর্যন্ত ড্রেনের খননকাজ শেষ হলে পৌর এলাকার পানি নিষ্কাশনে এক যুগান্তকারী অগ্রগতি সাধিত হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন