প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১ ২১:৩৫

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি, ভ্রাম্যমান আদালতে ৭৫ হাজার টাকা জরিমানা

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই
তৈরি, ভ্রাম্যমান আদালতে ৭৫ হাজার টাকা জরিমানা

 অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে বগুড়ায় দুই কারখানাকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে কাহালু উপজেলার শেখাহার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পাপিয়া সুলতানা এবং আশরাফুর রহমান। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। 

এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আশরাফুর রহমান জানান, কাহালু উপজেলার শেখাহার এলাকায় সিয়াম লাচ্ছা সেমাই ও নাইম রুমন লাচ্ছা সেমাই নামে দুইটি কারাখানায় অভিযান চালানো হয়। সেখানে তারা অস্বাস্থ্যকর পরিবেশ, হ্যান্ড গ্লোভস, মাথার ক্যাপ পরিধান না করা এবং মেঝেতে ময়দার খামির বানিয়ে লাচ্ছা সেমাই তৈরি করছিল যা অস্বাস্থ্যকর এবং গুরুতর অপরাধ। পরে তাদের এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সিয়াম লাচ্ছা সেমাই কারখানাকে ১৫ হাজার এবং নাইম রিমন লাচ্ছা সেমাই কারখানাকে ৬০ হাজার টাকা সর্বমোট অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। আশরাফুর রহমান জানান, বগুড়া জেলা প্রশাসকের নির্দেশনায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন

উপরে