প্রকাশিত : ৫ মে, ২০২১ ০২:৩০

আরডিএ বগুড়ায় টেকসই উন্নয়নে কোভিড-১৯ অতিমারীর প্রভাব শীর্ষক কর্মশালার আয়োজন।

নাজমুস সাকিব আপেল
আরডিএ বগুড়ায় টেকসই উন্নয়নে কোভিড-১৯ অতিমারীর প্রভাব শীর্ষক কর্মশালার আয়োজন।

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার (০৪ মার্চ ২০২১) সকাল ১০ টায় পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার অডিটোরিয়ামে  
“টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কোভিড-১৯ অতিমারীর প্রভাব” শীর্ষক কর্মশালা সম্পন্ন হয়েছে।

আরডিএ বগুড়ার সকল পর্যায়ের অনুষদ সদস্যদের অংশগ্রহণে উক্ত কর্মশালাতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএ বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ। বক্তব্যে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের গৃহীত উদ্যোগসমূহ কিভাবে এসডিজির লক্ষমাত্রা অর্জনে সহায়ক হবে তা তুলে ধরেন তিনি। কর্মশালা পরিচালক ও সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেন আরডিএ বগুড়ার গবেষণা ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. শেখ মেহ্দী মোহাম্মদ ও সহকারী পরিচালক মৌপিয়া আবেদিন।

কর্মশালায়, টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি) অর্জনে বাংলাদেশের বর্তমান অবস্থান, ন‍্যাশনাল প্রায়োরিটি টার্গেট  (এনপিটি),এসডিজি  টার্গেটসমূহ  সহ অন্যান্য বিষসমূহের উপর বিস্তারিত আলোকপাত করেন।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন

উপরে