প্রকাশিত : ৫ মে, ২০২১ ২২:৩৯

ধুনটে জমি নিয়ে বিরোধে বৃদ্ধাকে পিটিয়ে আহত

অনলাইন ডেস্ক
ধুনটে জমি নিয়ে বিরোধে বৃদ্ধাকে পিটিয়ে আহত

বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জের ধরে বসবাড়িতে হামলা চালিয়ে শাহার ভানু (৬২) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এঘটনায় বুধবার (০৪ মে) বিকালে ওই বৃদ্ধার ছেলে হেকমত আলী বাদি হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানাগেছে, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের আবুল হোসেনের ছেলে হেকমত আলী তার পৈত্রিক ও ক্রয়কৃত জমিতে বসতবাড়ি নির্মান করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। গত ৪ মে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশি আরব আলীর হুকুমে তার ভাই আশরাফ আলী ও আব্দুল খালেক তাদের লোকজন নিয়ে হেকমত আলীর জমিতে ঘর নির্মান করতে থাকে। 
এসময় হেকমত আলীর বাবা আবুল হোসেন ও মা শাহার ভানু ঘর নির্মানে বাধা দিলে প্রতিপক্ষরা তাদেরকে পিটিয়ে আহত করে। আহতদের মধ্যে শাহার ভানুকে গুরুতর অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনেরা। এঘটনায় বুধবার বিকালে শাহার ভানুর ছেলে হেকমত আলী বাদি হয়ে প্রতিবেশি আরব আলী, আশরাফ আলী, আব্দুল খালেক ও লিটন মিয়া সহ ১০ জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন

উপরে