প্রকাশিত : ৫ মে, ২০২১ ২২:৫৩

নন্দীগ্রামে চাল-ডালের মূল্য তালিকা প্রদর্শণ না করায় জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে চাল-ডালের মূল্য তালিকা প্রদর্শণ না করায় জরিমানা

 করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউনের (বিধিনিষেধ) চলাকালে বগুড়ার নন্দীগ্রামে সক্রিয় রয়েছে ভ্রাম্যমান আদালত। সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিনামূল্যে মাস্ক বিতরণের পাশাপাশি জরিমানা করা হচ্ছে। এছাড়া রজমানে মুদি দোকানে চাল, ডাল, তেলসহ পণ্যের মূল্য তালিকা প্রদর্শণ না করায় জরিমানা গুনছেন ব্যবসায়ীরা। 

বুধবার দুপুরে নন্দীগ্রাম সদরের হাটখোলা বাজারে সরদার স্টোর মুদি দোকানে অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শণ করতে ব্যর্থ হওয়ায় ব্যবসায়ী আইনুল হকের নগদ ৫শ’ টাকা জরিমানা করেন আদালতের বিচারক। অভিযান দেখে দোকান বন্ধ করে আশপাশের ব্যবসায়ীরা সটকে পড়ে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল ইসলাম বলেন, মুদি দোকানে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শণ করতে হবে। মূল্য তালিকা দেখে ক্রেতারা পণ্য ক্রয় করবেন। মূল্য তালিকা প্রদর্শণ করতে ব্যর্থ হলে ব্যবসায়ীকে জরিমানা গুনতে হবে। 

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন

উপরে