প্রকাশিত : ৫ মে, ২০২১ ২২:৫৬

শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান ২হাজার ৭শ টাকা আর্থিক জরিমানা

অনলাইন ডেস্ক
শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান
২হাজার ৭শ  টাকা আর্থিক জরিমানা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজারের বিভিন্ন ব্যবসী প্রতিষ্ঠান ও স্বাস্থ্যবিধি না মানায় পথচারীদের ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদন্ড করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল বুধবার মহাস্থান এ অভিযান পরিচালনা করেন।  অভিযান চলকালে শফিকুল স্টোরে পণ্যের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার-বিধি, খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেট জাতকরণের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণে তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ না থাকায় ১হাজার টাকা অর্থ দন্ড করা হয়৷এছাড়াও স্বাস্থ্য বিধি না মেনে চলার কারণে পথচারীদের কাছ থেকে ১ হাজার ৭ শত টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মৌলি মন্ডল বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী এ প্রতিষ্ঠানের  ১ হাজার টাকা এবং সংক্রমন প্রতিরোধ আইনে ১ হাজার ৭শত টাকা অর্থদন্ড করা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন

উপরে