প্রকাশিত : ৫ মে, ২০২১ ২৩:০০

সাঘাটায় জোর পূর্বক জমি দখলের চেষ্টা থানায় মামলা দায়ের

অনলাইন ডেস্ক
সাঘাটায় জোর পূর্বক জমি দখলের চেষ্টা
থানায় মামলা দায়ের

গাইবান্ধার সাঘাটা উপজেলার বাটি গ্রামে অবৈধভাবে পেশী শক্তির জোরে জমি জবর দখলের পায়তারা করা হচ্ছে বলে জানাগেছে। এ ঘটনায় সাঘাটা থানায় মামলা দায়ের হয়েছে। 

মামলা সূত্রে জানাগেছে, উপজেলার উল্যা সোনাতলা গ্রামের আনিছুর রহমান ও তার স্ত্রী খাদিজাতুল কোবরা বিগত ১২/১২/২০১১ইং সালে বাটি মৌজাস্থ সাজু সরকারের নিকট থেকে ৫৪৭৬ নং কবলা দলিল মূলে ০৯ শতাংশ জমি ক্রয় করে মাটি ভরাট করে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে অদ্যবধি দখলভোগ করে আসছে। কিন্তু সম্প্রতি বাটি গ্রামের জনৈক মহা আলম ও তার ৪ পুত্র উক্ত জমি তাদের বলে দাবি করে। এ নিয়ে সালিশ বৈঠক বসলে মহা আলম গংরা কোন কাগজপত্র দেখাতে পারেনি। গত ১৭ই এপ্রিল আকষ্মিকভাবে মহা আলম ও তার ৪ পুত্র উক্ত জমি জবর দখলের জন্য ২৫ টি গাছ কর্তন করে। এ ঘটনায় খাদিজাতুল কোবরা বাদী হয়ে মহা আলম সহ ৫ জনকে আসামী করে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ২৪, তারিখঃ ২৪/০৪/২০২১ইং। এদিকে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য মহা আলম গংরা বাদী ও তার পরিবারের লোকজনকে বিভিন্ন ভাবে হুমকী দিয়ে যাচ্ছে। 

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন

উপরে