প্রকাশিত : ৬ মে, ২০২১ ১৪:৫৫
পানের বরজে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
অনলাইন ডেস্ক
![পানের বরজে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের](./assets/news_images/2021/05/06/madani-20210506142211.jpg)
পটুয়াখালীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গলাচিপা উপজেলার রতন তালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মনির আকন (৩৫) সোবাহান আকনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে গলাচিপা উপজেলার রতন তালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানি গ্রামে পানের বরজে কাজ করছিলেন মনির। এ সময় হঠাৎ বজ্রপাতে মনিরের মৃত্যু হয়।
গলাটিপা থানার ওসি শওকত আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন