প্রকাশিত : ৭ মে, ২০২১ ১০:৪৫
শেরপুরে ১১ মামলার আসামী হিমু গ্রেফতার
অনলাইন ডেস্ক
![শেরপুরে ১১ মামলার আসামী হিমু গ্রেফতার](./assets/news_images/2021/05/07/Shuvo-6--Pic-Of-Sherpur-Bog1.jpg)
বগুড়া জেলার শেরপুর থানা পুলিশ দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ১১ মামলার আসামী হিমু (৩০) কে গ্রেফতার করেছে। বুধবার (৫মে) বিকালে তাকে শেরপুর পৌর শহরের বিকাল বাজার মার্কেট চত্বর থেকে গ্রেফতার করা হয়।
পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে রাতে দুবলাগাড়ী এলাকা থেকে তার দেয়া তথ্য মতে একটি ৩০ ইঞ্চি লম্বা হাসুয়া, ১৩ইঞ্চি লম্বা চাকু এবং ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন