বগুড়ায় বিদ্যুতায়িত হয়ে এক নারীর মৃত্যু
![বগুড়ায় বিদ্যুতায়িত
হয়ে এক নারীর মৃত্যু](./assets/news_images/2021/05/10/bogura.jpg)
বগুড়ায় বিদ্যুতায়িত হয়ে দুই সন্তানের জননী এক বিধবা নারীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে পৌর এলাকার ১ নং ওয়ার্ডের ঘুনপাড়া এলাকায় এই মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত নারী হলেন গাবতলী উপজেলার ভুলগাড়ী গ্রামের মৃত: সাহীদুল ইসলামের স্ত্রী শারমিন (৩২) যিনি বগুড়া শহরের ১ নং ওয়ার্ডের ঘুনপাড়া এলাকায় ২ সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন ও বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। স্থানীয়রা জানায়, রবিবার সকালে শারমিন তার ভাড়া বাড়িতে বিদ্যুতের সুইচ দিতে যেয়ে হঠাৎ বিদ্যুতায়িত হয় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শারমিনকে মৃত ঘোষণা করেন।
উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নান্নু খান জানান, উক্ত ঘটনা জানতে পেরে সকালেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং মৃতের বাম হাতে বিদ্যুৎতায়ীত হওয়ার চিহ্ন পেয়েছে মর্মে জানান এই কর্মকর্তা। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও স্থানীয়দের দাবির প্রেক্ষিতে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়নি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন