প্রকাশিত : ৩০ মে, ২০২১ ০২:৩৫

শেরপুরে অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
শেরপুরে অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শেরপুরে অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। নাম দেয়া হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)। গতকাল শনিবার বিকেল ৪টায় শেরপুর ডিজে. হাইস্কুল খেলার মাঠে এই টুর্নামেন্টের উদ্ভোধন করা হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো: হাবিবর রহমান। অনুষ্ঠানে সভাপত্বি করেন, উপজেলা নির্বাহী অফিসার মো: ময়নুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো: আব্দুস সাত্তার, সা: সম্পাদক মো: আহসান হাবিব আম্বীয়া, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: নাজমুল হুসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: ওবাইদুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রী সুবির কুমার পাল, শেরপুর টাউন কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুজিত কুমার, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম ইফতেখার, শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো: আল-আমিন, এমপি. পিএস. কোরবান আলী মিলন, শেরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সা: সম্পাদক শ্রী স্বীদ্ধার্থ সরকার সাহা বাবন প্রমুখ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহন করে, শাহবন্দেগী একাদশ ও বিশালপুর একাদশ এবং বিশালপুর একাদশ ৫/৪ গোলে বিজয় লাভ করে। উপজেলার মোট ১১ টি ইউনিয়নের অংশগ্রহনে অনুষ্ঠিত টুর্নামেন্ট আগামী ১জুন ফাইনাল খেলার মধ্য দিয়ে সমাপনি হবে।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন

 

উপরে