প্রকাশিত : ৩০ মে, ২০২১ ২২:০০
দুর্নীতি ও দূর্ব্যবহারের অভিযোগ জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের বিরুদ্ধে কর্মচারীদের মানববন্ধন
জয়পুরহাট ব্যুরো
![দুর্নীতি ও দূর্ব্যবহারের অভিযোগ
জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের বিরুদ্ধে কর্মচারীদের মানববন্ধন](./assets/news_images/2021/05/30/Joypurhat-Manobbondhon-pic.jpg)
জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এফ. এম. মেজবাহউল হক এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন করেছে আদালতের কর্মচারীরা। রবিবার সকালে আদালতের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচী পালন করে।
মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন আদালতের নাজির জহুরুল ইসলাম, বিচারকের গাড়ির চালক রাসেল হোসেন ও ক্যাশ সরকার কামরুজ্জামান সহ অন্যরা। তারা অভিযোগ করেন জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এফ. এম. মেজবাহউল হক যোগদানের কিছুদিন পর থেকে কর্মচারীদের কাছ থেকে অন্যায়ভাবে টাকা দাবি, না দিলে বেতনভাতা বন্ধ করে দেওয়া সহ নানাভাবে আর্থিক অনিয়ম ও তাদের সাথে দুর্ব্যবহার করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন