প্রকাশিত : ৩০ মে, ২০২১ ২২:১৩
বগুড়ায় করোনায় আক্রান্ত ২২ জন
ষ্টাফ রিপোর্টার
![বগুড়ায় করোনায়
আক্রান্ত ২২ জন](./assets/news_images/2021/05/30/193457coronavirus_kalerkantho_2.jpg)
বগুড়ায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৭ এবং সুস্থ হয়েছে ২২ জন। জেলায় এ নিয়ে মোট আক্রান্ত হলো ১২ হাজার ২৬৯ জন। আর নতুন সুস্থ হয়েছে ১৯ জন।
রোববার বগুড়া সিভিল সার্জন অফিস সুত্রে জানানো হয়, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় (২৯ মে) মোট ১৭৮ টি নমুনার মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৭৪ টি নমুনা পরীক্ষায় ২২জনের পজিটিভ হয়। টিএমএসএস হাসপাতালে ৪টি নমুনা পরীক্ষায় সকলেই নেগেটিভ হয়। নতুন আক্রান্ত ২২ জনের সকলেই সদর উপজেলার বাসিন্দা। বগুড়ায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হলো ১২ হাজার ২৬৯জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হজার ৬৪৪জন। সরকারি হিসেবে মোট মৃত্যু হয়েছে ৩১৩ জন’র। বর্তমনে চিকিৎসাধীন রয়েছে ৩১১জন।