প্রকাশিত : ৩১ মে, ২০২১ ০৯:২০
আজ প্রাক্তন এমপি ডা. গোলাম ছারওয়ার এর ৪০ তম মৃত্যুবার্ষিকী
ষ্টাফ রিপোর্টার
![আজ প্রাক্তন এমপি ডা. গোলাম ছারওয়ার এর ৪০ তম মৃত্যুবার্ষিকী](./assets/news_images/2021/05/31/dr.jpg)
আজ প্রাক্তন এমপি(ধুনট-শেরপুর ও গণপরিষদ সদস্য,জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর,ভাষাসৈনিক,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বগুড়া জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি,বাংলাদেশ কৃষিব্যাংকের নির্বাহী পরিচালক,বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা সুরাইয়া নিগার সুলতানা ডরথীর পিতা ডা. গোলাম ছারওয়ার এর ৪০তম মৃত্যুবার্ষিকী। এ উপলেক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন