বগুড়ায় করোনায় ভাইরাসে ২ জনের মৃত্যু : শনাক্ত ১২
![বগুড়ায় করোনায় ভাইরাসে
২ জনের মৃত্যু : শনাক্ত ১২](./assets/news_images/2021/06/01/193457coronavirus_kalerkantho_2.jpg)
বগুড়ায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাহালু উপজেলার মইন উদ্দিন(৮০) এবং টিএমএসএস হাসপাতালে বগুড়া সদরের নুনগোলা এলাকার খোরশেদ আলম (৬০)। আর নতুন করে আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার (০১ জুন) ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩১ মে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৯ টি নমুনায় ৯ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৬ টি নমুনায় ৪ জন পজিটিভ এসেছে। ১০৫টি নমুনার ফলাফলে সদরে ৯ জন, আদমদীঘি ২জন ও অপরজন শেরপুর উপজেলার নতুন করে করোনায় আক্রান্ত। বগুড়া সিভিল সার্জন অফিসের হিসাব মতে জেলায় সর্বশেষ করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ১২ হাজার ২৯১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৭০৫ জন। মৃত্যু হয়েছে ৩১৬ জনের। এখন চিকিৎসাধীন রয়েছে ২৭০ জন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন