প্রকাশিত : ৩ জুন, ২০২১ ২৩:৫২
বগুড়ায় র্যাবের অভিযানে ৯৮ লিটার মদসহ আটক ১
ষ্টাফ রিপোর্টার
![বগুড়ায় র্যাবের অভিযানে
৯৮ লিটার মদসহ আটক ১](./assets/news_images/2021/06/03/bogura.jpg)
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সদস্যরা বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৯৮.৫ লিটার চোলাইমদসহ আনোয়ার হোসেনকে (৪০) আটক করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় বগুড়া শহরের গালাপট্টি (ফতেহ আলী মোড়) এলাকা থেকে মদসহ তাকে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে একটি মোবাইল ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। আটক আনোয়ার বগুড়া শাজাহানপুর উপজেলার চকজোড়া পূর্বপাড়া গ্রামের সোলায়মান মোল্লার পুত্র ।
বগুড়া র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (এএসপি) কিশোর রায় জানান, মাদকসহ গ্রেফতার আনোয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন