বগুড়ায় ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ১১ হাজার টাকা জরিমানা
![বগুড়ায় ভ্রাম্যমান আদালতের পৃথক
অভিযানে ১১ হাজার টাকা জরিমানা](./assets/news_images/2021/06/04/received_833636597570089.jpg)
বগুড়ায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান পরিচালনা করায় বগুড়ার জলেশ্বরীতলায় সৌরভ ইংলিশ টিউটর হোম নামে এক কোচিং সেন্টার কে ১০ হাজার টাকা এবং শহরের রাজাবাজারে পেঁয়াজের বাজার মনিটরিংকালে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক ব্যবসায়ীর ১ হাজার টাকা সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাছিম রেজার নেতৃত্বে পরিচালিত একই ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে এই জরিমানা আদায় করা হয়। বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজ এবং দুই স্থানেই জেলা পুলিশ ও এপিবিএন এর সদস্যরা আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাছিম রেজা জানান, বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হকের নির্দেশনায় করোনা সংক্রমণ রোধে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। বৃহস্পতিবারের অভিযানে সংক্রামক রোগ আইন-২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন