প্রকাশিত : ৬ জুন, ২০২১ ০০:৫৯

বগুড়ায় আরো দুই কোচিং সেন্টারের ১০ হাজার জরিমানা

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় আরো দুই কোচিং 
সেন্টারের ১০ হাজার জরিমানা

বগুড়া শহরের জলেশ্বরীতলায় দুটি কোচিং সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেছে। শনিবার সকালে বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান জানান, সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান পরিচালনার অপরাধে সংক্রামক রোগ আইনে জলেশ্বরীতলায় ‘বাংলা টিউটর’ এবং ‘সোহেল স্যারের গণিত বিভাগ’ নামে দুই কোচিং সেন্টারকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 
এর আগে ৪ জুন শহরের জলেশ্বরীতলা এলাকায় শাহীন শিক্ষা পরিবারকে একই অপরাধে ২০ হাজার টাকা এবং ৩ জুন সৌরভ ইংলিশ টিউটর হোম নামে কোচিং সেন্টার কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন

উপরে