প্রকাশিত : ১২ জুন, ২০২১ ২৩:২৬

গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তারেক হাসানের (২৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ জুন) দিবাগত রাত আনুমানিক ১০টায় বগুড়া বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত তারেক হাসান পৌর শহরের দূর্গাপুর মহল্লার সবুজ হাসানের পুত্র। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পিতা সবুজ হাসান।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দিনগত রাত আনুমানিক ৮টার সময় প্রতিপক্ষের হামলায় আহত হয়ে বগুড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তারেককে। পরে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় তারেকের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
তারেক ঢাকার একটি কলেজে আইটি প্রোগ্রামিংয়ে লেখাপড়া করত। করোনায় কলেজ বন্ধ থাকায় বাড়ীতে পরিবারের সাথে অবস্থান করছিলেন। 
স্থানীয়রা জানান, তারেকের পিতার অংশীদারদের সাথে তাদের জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব চলছিল।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন

 

উপরে