শাহজাদপুরে মোহাম্মদ নাসিমের ১ম মৃত্যুবার্ষিকী পালিত।
![শাহজাদপুরে মোহাম্মদ নাসিমের ১ম মৃত্যুবার্ষিকী পালিত।](./assets/news_images/2021/06/13/Shahzadpur-News-01._._.13-06-_.jpg)
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক স্বাস্থ্য-মন্ত্রী সিরাজগঞ্জের কৃতী সন্তান মোহাম্মদ নাসিমের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল, সকালে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় এবং কালো পতাকা উত্তোলন, মোহাম্মদ নাসিমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান শফির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রফেসর আজাদ রহমান, ভাইস-চেয়াম্যান মোঃ লিয়াকত আলী, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হাই, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আল আমিন হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ মোঃ রাসেল প্রমূখ। বক্তারা মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত কামনা ও তার সফল কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন