বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গ করায় বিএনপির ৬ নেতাকে অব্যাহতি
![বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গ করায়
বিএনপির ৬ নেতাকে অব্যাহতি](./assets/news_images/2021/06/13/bogura1.jpg)
বগুড়া পৌরসভা নির্বাচনে দলীয় শৃঙ্খলভঙ্গের অভিযোগে শহর বিএনপির ওয়ার্ড পর্যায়ের ৬ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি এবং আরো দুইজনকে সতর্ক করে দেয়া হয়েছে। বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির এক সভা থেকে সিদ্ধান্ত নেওয়ার পর শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়।
রোববার সন্ধ্যায় বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড: সাইফুল ইসলাম জানান, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী বগুড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কর্মকান্ড পরিচালনা ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে শৃংখলা ভঙ্গ করেছেন। এরমধ্যে ৬জনকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং দুইজনকে সতর্ক করা হয়। দলীয় পদ থেকে অব্যাহতি প্রাপ্তরা হলেন, বগুড়া শহর বিএনপির ৮নং ওয়ার্ড কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, ১৩ নং ওয়ার্ড এর আহবায়ক আব্দুল জব্বার টুকু, ১৪ নং ওয়ার্ডের আহবায়ক আব্দুল মজিদ ফকির, ১৭ নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, একই ওয়ার্ড কমিটির সদস্য গোলাম মোস্তফা, ২০ নং ওয়ার্ডের সদস্য ইমান হোসেন সাজু। এ ছাড়া সতর্ক করা হয়েছে, ১৯নং ওয়ার্ডের আহবায়ক রেজাউল হক ও ২০ নং ওয়ার্ডের আহবায়ক রোস্তম আলীকে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন