করোনা সচেতনতায় ক্যারাভ্যান দিয়ে বগুড়ায় দিনব্যাপী প্রচারণা
![করোনা সচেতনতায় ক্যারাভ্যান
দিয়ে বগুড়ায় দিনব্যাপী প্রচারণা](./assets/news_images/2021/06/13/Dr.-Mishu-Pic_.jpg)
স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো’র লাইফস্টাইল, হেলথ এন্ড প্রমোশন কার্যক্রমের আওতায় বগুড়াতেও তৃণমূল জনসাধারণের কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে রবিবার সকাল থেকে দিনব্যাপী শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ক্যারাভ্যানের মাধ্যমে প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
‘মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ’ স্লোগানে বগুড়াতে উক্ত সচেতনতামূলক প্রচার কার্যক্রমের সকালে মোহাম্মদ আলী হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাচীপ বগুড়া জেলা শাখার সভাপতি ডা: সামির হোসেন মিশু।
উদ্বোধনকালে তিনি বলেন, দেশের ৬৪টি জেলার ১২৮টি উপজেলার ন্যায় বগুড়াতে করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উক্ত পদক্ষেপ কেন্দ্রীয়ভাবেই গ্রহণ করা হয়েছে। মানুষকে সাবলীলভাবে সচেতনতার বার্তা পৌঁছে দিতে বিভিন্ন লোকগান, নাটিকা, বিজ্ঞাপন ও স্বাস্থ্যবিধি সম্পর্কিত বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে এই ক্যারাভ্যানটি শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রচার করবে।
যার ধারাবাহিকতায় রবিবার দিনব্যাপী উক্ত ক্যারাভ্যানটি সাতমাথা মুজিব মঞ্চ, চেলোপাড়া শাপলা চত্ত্বর, চারমাথা বাস টার্মিনাল ও মাটিডালি বিমান মোড়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম চালিয়েছে। করোনা প্রতিরোধে উক্ত প্রচার কার্যক্রমে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে যে বার্তাগুলো প্রচারে তা হলো, নাক ও মুখ ঢেকে সঠিকভাবে মাস্ক পরতে হবে, কমপক্ষে ২০ সেকেন্ড ধরে ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া, বাইরে গেলে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রেখে কথা বলা এবং সরকারি নির্দেশ মোতাবেক ভ্যাকসিন গ্রহণ করা প্রসঙ্গে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন