শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গরুর ঘর তৈরীর উপকরণ বিতরণ
![শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গরুর ঘর তৈরীর উপকরণ বিতরণ](./assets/news_images/2021/06/16/Shuvo-15--Pic-Of-Sherpur-Bo.jpg)
বগুড়ার শেরপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গরুর ঘর তৈরীর উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪জুন) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আমির হামজার সভাপতিত্বে ভেটেরিনারি সার্জন ডা: রায়হান পিএএ’র সঞ্চালনায় শেরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো: মজিবর রহমান মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ্ জামাল সিরাজী, শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ¦ মো: সাইফুল বারী ডাবলু, কৃষিবিদ সানজিদা হক প্রমুখ।
প্রাণিসম্পদ অধিদপ্তর সুত্রে জানা যায়, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে দুর্যোগ মোকাবিলায় গরুর ঘর তৈরীর জন্য ইট, টিন, খুটি বিতরণ করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন