বগুড়ায় করোনায় মৃত্যু৪ : আক্রান্ত ৪১
![বগুড়ায় করোনায়
মৃত্যু৪ : আক্রান্ত ৪১](./assets/news_images/2021/06/17/193457coronavirus_kalerkantho_2.jpg)
বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৪১ জন।
বুধবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মো: মোস্তাফিজুর রহমান জানান, ১৫ জুন বগুড়ায় ৪ জন মারা যান। এরমধ্যে একজন সাতক্ষিরা জেলার বাসিন্দা ও দুইজন জয়পুরহাট জেলার বাসিন্দা। বগুড়া সদরের ছিল একজন। ২৬১ নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ৪১জন করোনায় শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রন্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৭৬৪ জনে দাঁড়ালো। মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়পুরহাট জেলার বাসিন্দা মোছা: লুৎফুনন্নেসা (৬০) ও সাতক্ষীরা জেলার বাসিন্দা জাহাঙ্গীর আলম (৩৬), টিএমএসএস হাসপাতালে জয়পুরহাট জেলার বাসিন্দা রতন মন্ডল (৪৪) এবং মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার মালতী বেগম (৬৭) মারা যান। নতুন করে সুস্থ হয়েছেন ৩৩ জন এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০ জন।
এদিকে, বগুড়ায় বুধবার পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৩৩৩ জন। নতুন সুস্থ ৩৩ জন নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০ জন। জেলায় মোট করোনায় আক্রন্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৭৬৪ জনে দাঁড়ালো।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন