বগুড়ায় চীনের সিনোফার্মের টিকা প্রদান রোববার থেকে
![বগুড়ায় চীনের সিনোফার্মের
টিকা প্রদান রোববার থেকে](./assets/news_images/2021/06/18/bogura.jpg)
৩৪ হাজার ৫০০ ভায়াল বগুড়ায় পৌঁছা চীনের সিনোফার্মের তৈরি করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা প্রদান শুরু হচ্ছে রোববার থেকে। সেরাম ইনস্টিটিউট এর মত ১ম ও ২য় ডোজের টিকা প্রদান করতে হবে। প্রথম ডোজের টিকা গ্রহণের পর দুই মাস আবারো টিকা নিতে হবে।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান জানান, বুধবার বগুড়ায় স্বাস্থ্য বিভাগের দপ্তরে পৌঁছেছে চীনের সিনোফার্মের টিকা। যে পরিমান পাওয়া গেছে তা দিয়ে এক ভায়াল থেকে তিনজনকে টিকা দেওয়া যাবে। সেই হিসাবে ১ লাখ ৩ হাজার ৫০০ জনকে ১ম এবং ২য় ডোজের টিকা প্রদান করা যাবে। তবে টিকা প্রদানের নির্দেশনা পাওয়া গেছে। সেই হিসেবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব ঠিক থাকলে রোববার থেকে টিকা প্রদান করা হবে। বগুড়ায় পৌঁছানোর পর আইএলআরে (আইস লাইনড রেফ্রিজারেটর) টিকাগুলো মজুদ করা হয়েছে।
বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, শুক্রবার (১৮ জুন) সকালে সর্বশেষ ফলাফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত ১২ হাজার ৭৫৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ১৩৫ জন। মোট মৃত্যু হয়েছে ৩৪০ জনের। এখন চিকিৎসাধীন রয়েছে ২৮২ জন।
এর আগে বগুড়ায় প্রথমবারের মত গত ২৯ জানুয়ারি শুক্রবার সকালে সেরাম ইনস্টিটিউট এর করোনা টিকার ১০ হাজার ৮০০ ভায়াল বগুড়ায় পৌঁছে। এরপর দ্বিতীয় ধামে ৯ এপ্রিল আবারো ৬ হাজার ৯০০ ভায়াল টিকা বগুড়ায় আসে। টিকা প্রদান শুরু হয় ৭ ফেব্রæয়ারি। বগুড়ায় প্রথম করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন বগুড়ায় জেলা প্রশাসক জিয়াউল হক। তিনি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে টিকা গ্রহণ করেন। এর পর জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম (বার) করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন