প্রকাশিত : ১৮ জুন, ২০২১ ২৩:৪০

করোনা রোগীদের সেবায় অক্সিজেন ব্যাংক চালু করলেন জয়পুরহাটের পুলিশ সুপার

সুমন কুমার সাহা জয়পুরহাট
করোনা রোগীদের সেবায়  অক্সিজেন ব্যাংক চালু করলেন জয়পুরহাটের পুলিশ সুপার

ভারত ঘেষা জেলা জয়পুরহাটে দিন দিন  করোনার প্রকোপ বেড়েই চলেছে। এমতাবস্থায় জয়পুরহাটের পুলিশ সুপার  মাছুম আহাম্মদ ভূঞা জেলা পুলিশের পক্ষ থেকে মানবিক অক্সিজেন সেবা চালু করলেন।   

পুলিশ সুপার বলেন, করোনা সংক্রমিত রোগীদের অনেক সময় শ্বাসকষ্ট দেখা দেয়। এ সংকট থেকে রক্ষা পেতে সম্পূর্ণ বিনামূল্যে কোভিড-১৯ রোগীদের অক্সিজেন সিলিন্ডার দেওয়া হবে। প্রাথমিকভাবে ৮ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই ব্যাংকের কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও  সিলিন্ডারের ব্যবস্থা করা হবে। দিবারাত্রী নি¤েœাক্ত ০১৭৩৭৫৯৯৬৬৬ নাম্বারে কল দিলেই জেলার যেকোনো প্রান্তে রোগীদের কাছে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার। 
জেলা সিভিল সার্জন ডা, ওয়াজেদ আলী জানান, করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনায় আক্রান্ত হয়ে জয়পুরহাটে ১০৯১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন

উপরে