বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনেই ৮ জনের মৃত্যু
বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনেই ৮ জনের মৃত্যু হয়েছে। করোনার প্রভাব বেড়ে যাওয়ার কারণে জেলায় গত ৯ দিনে ৩৬ জনের মৃত্যু হলো। ৩৬ জনের মধ্যে বগুড়ার ১৪জন, নওগাঁর ৭ জন, জয়পুরহাটের ১৩ জন এবং গাইবান্ধা ও নাটোর জেলার একজন করে। সীমান্তের জেলাগুলোর করোনায় আক্রান্ত ব্যক্তিরা বগুড়ায় চিকিৎসা নিতে এসে মারা যাওয়ার কারণে পরিস্থিতির আরো অবনতি হতে হয়েছে।
বগুড়া সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানানো হয়েছে, বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, বগুড়া সদরের সেতারা বেগম (৭৮) ও আবুল কালাম আজাদ (৭৪), জয়পুরহাটের হাসনা বেগম (৬৫), লুৎফর রহমান (৬৫), মামুন সরদার (৪৫), আহাদ আলী (৭৫) ও নূর জাহান (৩০) এবং নওগাঁর রিয়াজউদ্দীন (৬০)। এদের মধ্যে সেতারা, হাসনা ও লুৎফর রহমান টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে, আবুল কালাম আজাদ, নূর জাহান ও রিয়াজউদ্দীন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহাদ আলী ও মামুন সরদার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলায় গত ২৪ ঘন্টায় (২৩ জুন) ৩৫৪ নমুনার ফলাফলে নতুন করে ৯৮ জন করোনায় শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ৮জন। আক্রান্তের হার ১৬ দশমিক ৬৮ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২৫ জন। নতুন আক্রান্ত ৯৮ জনের মধ্যে বগুড়া সদর উপজেলায় ৬০ জন, গাবতলী উপজেলায় ৮জন, আদমদীঘি উপজেলায় ৭জন, সারিয়াকান্দি ২জন, দুপচাঁচিয়ায় ৩জন, কাহালু ২জন, নন্দীগ্রামে ৫জন, শেরপুর ২জন এবং ধুনট উপজেলায় একজন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ১৫২ জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ২৯৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৮ জনের মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যু এখন ৩৬৫ জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৪৯১ জন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন