শাজাহানপুরে ইজিবাইক চালক স্কুল ছাত্র সাব্বির হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার ৩

বগুড়ার শাজাহানপুর উপজেলার দেছমা গ্রামে ইজিবাইক ছিনিয়ে নিয়ে স্কুল ছাত্র সাব্বির আহমেদ (১৪) কে হত্যার ঘটনায় ৩ আসামীকে গ্রেফতার করেছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। গেফতারকৃতরা হলো কাহালু উপজেলার জামগ্রাম বাটপার পাড়ার বুলু মিয়ার ছেলে আব্দুস সালাম (৩০), সালামের ছোট ভাই সোবহান (২০) এবং জামগ্রাম সাতার পাড়ার মোস্তফার ছেলে আমিনুর রহমান বুশ (২৩)।
আব্দুস সালামকে শাজাহানপুর থানা পুলিশ গ্রেফতার করে গত শুক্রবার আদালতে প্রেরণ করে। সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় সালাম। তার স্বীকারোক্তি মোতাবেক অপর দুই আসামী সোবহান ও আমিনুরের নাম ঠিকানা পায় আইন-শৃংখলা বাহিনী। এরপর র্যাব-১২’র সদস্যরা সোবহান ও আমিনুরকে গ্রেফতার করে গতকাল রোববার শাজাহানপুর থানায় সোপর্দ করলে থানা পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করে।
উল্লেখ্য, করোনায় স্কুল বন্ধ থাকায় ইজিবাইক চালিয়ে বাবাকে সাহযোগিতা করতে গিয়ে গত ২২ জুন সন্ধ্যায় নিখোঁজ হয় কাহালু উপজেলার জামাগ্রামের বাসিন্দা ইজিবাইক চালক গোলাম মোস্তফার ৮ম শ্রেণিতে পড়ুয়া ছেলে সাব্বির আহমেদ (১৪)। নিখোঁজের ২দিন পর ২৪ জুন সকালে শাজাহানপুর উপজেলার দেছমা গ্রামে রাস্তার পাশের একটি ডোবা থেকে সাব্বিরের লাশ উদ্ধার করে শাজাহানপুর থানা পুলিশ। এ ঘটনায় নিহত সাব্বিরের পিতা গোলাম মোস্তফা বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ২৫ জুন শাজাহানপুর থানায় মামলা করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন