প্রকাশিত : ২৭ জুন, ২০২১ ২৩:০৫

নন্দীগ্রামে কুখ্যাত ডাকাত গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে কুখ্যাত ডাকাত গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে কুখ্যাত ডাকাতকে গ্রেফেতার করা হয়েছে। থানা সুত্রে জানা গেছে গতকাল (২৬ জুন) শনিবার রাত ১২ টার সময় নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের নির্দেশনায় এস,আই চাঁন মিয়া গোপন সংবাদ পেয়ে পৌরসভার ফোকপাল গ্রামের আবু জাফেরের ছেলে ইউনুছ আলী(৩৪)কে পূর্বের গরু চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে। ওসি আবুল কালাম আজাদ বলেন, গত ১৯শে জুন  রাত ১টায় উপজেলার সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামের মহসিন আলী প্রামানিকের গোয়াল ঘর থেকে  ২টি গাভী ও ১টি বাছুর চুরির ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য ১লক্ষ ৯০ হাজার টাকা। ২০শে জুন উক্ত গরু চুরির বিষয়ে  ভুক্তভোগী মহসিন আলী প্রামানিক  থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে থানা পুলিশ। অবশেষে তদন্তে ইউনুছ আলী উক্ত গরু চুরির সাথে জরিত থাকার প্রমান পেয়ে তাকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় ডাকাতির প্রস্তুতি,অস্ত্র মামলা,ও গরুচুরি সহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামি আবু জাফেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে