প্রকাশিত : ২৭ জুন, ২০২১ ২৩:১৩

বগুড়ায় করোনায় মৃত্যু ৪: আক্রান্ত ১০১

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনায়
মৃত্যু ৪: আক্রান্ত ১০১

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু থামছে না। আক্রান্ত যেমন বেড়ে গেছে ঠিক তেমনি মৃত্যুর সংখ্যা বাড়ছে। সর্বশেষ গত ২৪ ঘন্টায় বগুড়ায় ৩ জন নারীসহ ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। মৃতদের মধ্যে দুইজন বগুড়ার একজন জয়পুরহাটের বাসিন্দা এবং অপরজন সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। 

রোববার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান জানান, জেলায় গত ২৪ ঘন্টায় ৩২২ নমুনার ফলাফলে নতুন করে ১০১ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩১ দশমিক ৩৬ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৫১জন। নতুন আক্রান্ত ১০১ জনের মধ্যে বগুড়া সদরের ৭৬জন, শিবগঞ্জ উপজেলার ৬জন, শাজাহানপুরে ৬জন, ধুনটে ৫জন, দুপচাঁচিয়ায় ৪জন, সারিয়াকান্দি, সোনাতলা, নন্দীগ্রাম ও শেরপুর উপজেলায় একজন করে। গত ২৪ ঘন্টায় (২৬ জুন) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২১২টি নমুনায় ৭৪জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৮ নমুনায় ৯জনের, এন্টিজেন পরীক্ষায় ৬৬ নমুনায় ১০ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৬ নমুনায় ৮জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ৪৩৩ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৪১জন। এছাড়া নতুন করে ৪জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু হলো এপর্যন্ত ৩৭৫জনের।
তিনি জানান, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৩ নারীসহ ৪জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত ব্যক্তিরা হলেন বগুড়ার সদর উপজেলার রহিমা বেওয়া (৭৭), আদমদীঘি উপজেলার আলতাফুন্নেছা (৬২), জয়পুরহাট জেলার কামরুন নাহার (৪০) এবং সিরাজগঞ্জ জেলার মাজেদ আলী (৭২)।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে