বগুড়া টিটিসিতে নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
![বগুড়া টিটিসিতে নিরাপদ অভিবাসন এবং
দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত](./assets/news_images/2021/06/27/TTC-Pic-DC-Bogura-copy.jpg)
‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ স্লোাগানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বগুড়ার আয়োজনে রবিবার স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানটির সেমিনার কক্ষে নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
টিটিসি বগুড়ার অধ্যক্ষ সুশান্ত কুমার রায়ের সভাপতিত্বে ভার্চুয়ালভাবে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান। সেমিনারে বক্তারা বলেন, অভিবাসনের ক্ষেত্রে দেশের ৬৪টি জেলার মধ্যে বগুড়ার অবস্থান ২৪তম এবং উত্তরবঙ্গে বগুড়া রয়েছে সর্বপ্রথমে। করোনাকালীন সময়েও দেশে প্রতিনিয়ত আসছে রেমিটেন্স যা দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে সহায়ক হচ্ছে। বক্তারা আরো বলেন, বিদেশ যাওয়ার আগে নিজেকে প্রথমে দক্ষ করতে হবে। যার জন্যে শুধুমাত্র দক্ষতা উন্নয়নের কথা বিবেচনা করে যেখানে আগে দেশে টিটিসি ছিল ৩৮টি যা বর্তমানে ৬৪টি তে উন্নীত করা হয়েছে, যেখানে আইএমটি ছিল ২টি যা বর্তমানে ৬টি তে উন্নীত করা হয়েছে। দক্ষতা উন্নয়নের নানামুখী ইতিবাচক কার্যক্রম পরিচালনা এবং সারাদেশের মাঝে বগুড়ার সম্মানজনক অবস্থা অর্জনে বক্তারা টিটিসি বগুড়ার ভূমিকারও প্রশংসা করেন। সেমিনারে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ব্যাংক এর ব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান শারমিন জাহান, টিটিসি বগুড়ার ২জন সাবেক অধ্যক্ষ যথাক্রমে আব্দুস সাত্তার ও মিজানুর রহমান প্রমুখ। সকাল থেকে শুরু হওয়া এই সেমিনারে বগুড়া সদরের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিব, বিভিন্ন স্থানের অভিবাসী কর্মী ও তাদের অভিভাবক, টিটিসি ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং গ্রামাঞ্চলে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রায় ৫০জন গ্রাম পুলিশ সদস্যরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন