প্রকাশিত : ১ জুলাই, ২০২১ ১৬:৪৯

৬ষ্ঠ তম বাজেট ঘোষণা জলঢাকা পৌরসভায়

নীলফামারী জলঢাকা প্রতিনিধি
৬ষ্ঠ তম বাজেট ঘোষণা জলঢাকা পৌরসভায়

নীলফামারীর জলঢাকা পৌরসভায় বুধবার দুপুরে পুরাতন গরুর হাটের অস্থায়ী পৌর কার্যালয়ে ২০২১-২২ অর্থ বছরে ৫৫ কোটি ৪২ লক্ষ ৩০ হাজার ৭ শত ১৪ টাকার ষষ্ঠতম বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু। এ বাজেটে ১৩ লক্ষ ৬৯ হাজার ৭শত ১৪ টাকা উদ্ধত্ত রেখে ঘোষণা করেন তিনি। বাজেট ঘোষনায় প্রধান অতিথি ছিলেন জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, রাবেয়া চৌধুরী মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিবেকা নন্দ, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার (ভারপ্রাপ্ত) সচিব আশরাফুজ্জান, হিসাব রক্ষক আওলাদ হোসেন, ৯টি ওয়ার্ডের কাউন্সিলগনসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমূখ। বাজেট ঘোষণায় মেয়র বলেন, এ বাজেট কল্পনা পুষিত নয়, এ বাজেট রাস্তা সম্মত। এবারের বাজেটে রাজস্বখাত থেকে আসবে ৩ কোটি ৭৭ লাখ ৩০ হাজার ৭ শত ১৪ টাকা। আর বাকী টাকাগুলো আসবে উন্নয়নখাত থেকে। জনবান্ধব এ বাজাটে জনগনের সমস্যা সমাধানে গুরুত্বপুর্ণ করে তিনি আরও বলেন, বিশেষ করে এবারের বাজেটে রাস্তা-ঘাট, ব্রিজ কালভার্ট, নগরভবন তৈরী, পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা, মশক নিধন, পরিষ্কার পরিছিন্নতা, কোভিট-১৯ এ মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে