প্রকাশিত : ১ জুলাই, ২০২১ ২০:৪০

দুপচাঁচিয়ায় কঠোর বিধি নিষেধ মানাতে উপজেলা প্রশাসনের অভিযান \ জরিমানা আদায়

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি
দুপচাঁচিয়ায় কঠোর বিধি নিষেধ মানাতে উপজেলা প্রশাসনের অভিযান \ জরিমানা আদায়

দেশব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ৭দিনের কঠোর লকডাউনের প্রথমদিন গতকাল বৃহস্পতিবার দুপচাঁচিয়ায় বৃষ্টি উপেক্ষা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির ও সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মো. হাসানাত পৃথক পৃথকভাবে কঠোর বিধি নিষেধ মানাতে ও জনগণকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক প্রচার অভিযান চালান। এদিন বিকেলে উপজেলা সদরে কিছু কিছু ক্ষেত্রে মাস্ক না পড়া, অঝতা ঘোরাফেরা, বিধি নিষেধ অমান্য করে দোকান খোলায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মো. হাসনাত ৮টি মামলায় ব্যক্তি ও দোকানীর মোট ১১হাজার ৯’শ ৫০টাকা জরিমানা আদায় করেছেন। সকালে ইউএনও’র সঙ্গে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সনাতন চন্দ্র সরকার, এসআই ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপজেলা সদরে টহল প্রদান করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে