প্রকাশিত : ১ জুলাই, ২০২১ ২০:৪৭

গাবতলী সদর ও দূর্গাহাটা নাড়–য়ামালা ইউনিয়নে দুস্থদের মাঝে অর্থ বিতরণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলী সদর ও দূর্গাহাটা নাড়–য়ামালা 
ইউনিয়নে দুস্থদের মাঝে অর্থ বিতরণ

 গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী সদর, দূর্গাহাটা ও নাড়–য়ামালা ইউনিয়ন পরিষদে পৃথকভাবে স্ব-স্ব পরিষদ কার্যালয়ে কর্মহীন ও দুস্থদের মাঝে দ্বিতীয়ধাপে করোনাকালীন নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দূর্গাহাটা ইউনিয়ন পরিষদে ২’শ ৫০জনের মাঝে নগদ ৫’শ টাকা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি ট্যাগ অফিসার আবুল কাশেম, ইউপি সদস্য সাইফুল ইসলাম, মাজেদুল ইসলাম, স্থানীয় গণ্যমান্যদের মধ্যে রুবেল প্রামানিক প্রমুখ। গাবতলী সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে লাঠিগঞ্জ স্কুলে ২’শ ৫০জন দুস্থদের মাঝে করোনাকালীন নগদ অর্থ বিতরণ করেন গাবতলী সদর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন খান। এ সময় উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের প্রতিনিধি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের নুরে আজম, ইউপি সদস্য আনোয়ার হোসেন, আশরাফ হোসেন, সায়েদজ্জামান, শেফালী বেগম, স্থানীয় ফজলুল হক, আঃ রশিদ, সুমন মিয়া প্রমুখ। নাড়–য়ামালা ইউনিয়ন পরিষদে ২’শ ৫০জন দুস্থদের মাঝে করোনাকালীন নগদ অর্থ বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান গোফ্ফার আলী। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইউনিয়ন আ’লীগের সভাপতি নজরুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম খান, ইউপি সদস্য মতিউর রহমান মতি, মনোয়ারা বেগম, মুকুল হোসেন প্রমুখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে