প্রকাশিত : ১ জুলাই, ২০২১ ২০:৫৬
আক্কেলপুরে বৃষ্টির মধ্যেও লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন
আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধি
![আক্কেলপুরে বৃষ্টির মধ্যেও লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন](./assets/news_images/2021/07/01/lockdown.jpg)
জয়পুরহাটের আক্কেলপুরে বৃষ্টির মধ্যেও লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের সাথে লকডাউন বাস্তবায়নে কাজ করছেন পুলিশ , সেনাবাহিনী ও স্কাউট সদস্যরা।
বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির মধ্যেও লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে টহল, সচেতন করতে প্রচারণা চলছে। পৌর এলাকার বাজারে প্রবেশের প্রধান সড়কে রয়েছে পুলিশ চেক পোষ্ট। বিধি- নিষিধ অমান্যকারীরা গুনছেন ভ্রাম্যমান আদালতে জরিমানা। ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান ও সহকারী কমিশনার(ভূমি) মিজানুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান জানান,‘ লকডাউন বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সকলকে সচেতন ও বিধি নিষেধ পালনের আহব্বান জানান তিনি। ’
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন