বুড়িগঞ্জের কামতারায় ব্রীজ ভেঙে যান চলাচলে মরণ ফাঁদের সৃষ্টি!
![বুড়িগঞ্জের কামতারায় ব্রীজ ভেঙে
যান চলাচলে মরণ ফাঁদের সৃষ্টি!](./assets/news_images/2021/07/06/namuja-jpe-06.07_.2021_.jpg)
বগুড়া সড়ক ও জনপদ বিভাগের মোলামগাড়ী টু শিবগঞ্জ সড়কের কামতারা ত্রি-মোহনীতে ব্রীজ ভেঙে যান চলাচলে মরণ ফাঁদের সৃষ্টি হয়ে পড়েছে। জানা যায়, সম্প্রতি দেশে টানা বৃষ্টি ও বর্ষা মৌসুমে মোলামগাড়ী টু শিবগঞ্জ সড়কের বুড়িগঞ্জ ইউপির কামতারা ত্রি-মোহনীতে ব্রীজ ভেঙে যান চলাচলে মরণ ফাঁদের সৃষ্টি হয়ে পড়েছে। উত্তরঞ্চালের জয়পুরহাট, দিনাজপুর জেলা শহরের কাচাঁ মালসহ বিভিন্ন পণ্যবাহী ভারী যানবাহন চলাচল উপযোগী ব্যস্থতম সড়কটি শিবগঞ্জ উপজেলাতে প্রবেশের একমাত্র পথ। প্রতিদিন উপজেলা চত্বরে বিভিন্ন কাজে গণ পরিবহণ নিয়ে যাতায়াতে মারাত্বক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য ব্রীজটি দ্রুত সংস্কার বা নির্মাণ না করা হলে যান মালের বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে বলে সচেতন মহন মনে করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অতি সত্তর ব্রীজটি নির্মাণ করার জোর দাবী জানান সড়কে চলাচল করা যানবাহনের চালক ও পথচারী।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন