প্রকাশিত : ৭ জুলাই, ২০২১ ২৩:২০

বগুড়ায় করোনায় মৃত্যু ছাড়া দিন যাচ্ছে না উপসর্গসহ আরো ১৬ মৃত্যু আক্রান্ত ১৫৪

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনায় মৃত্যু ছাড়া দিন যাচ্ছে না
উপসর্গসহ আরো ১৬ মৃত্যু আক্রান্ত ১৫৪

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ছাড়া দিন যাচ্ছে না। প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। জেলায় করোনার ভাইরাস পরিস্থিতির কোন উন্নয়ন হয়নি। সর্বশেষ গত ২৪ ঘন্টায় বুধবার বগুড়ায় করোনায় ৫ ও উপসর্গ নিয়ে আরো ১১ জন মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন মঙ্গলবার বগুড়ায় করোনায় ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়। গত দুই দিনে বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট ৩৫ জনের মৃত্যু হলো। আর জেলায় মোট মৃত্যু হয়েছে ৪৪২ জনের।

বুধবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় (৬ জুলাই) ৬১৫ নমুনার ফলাফলে নতুন করে ১৫৪ জন করোনা শনাক্ত হয়েছেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ টি নমুনায় ৮০জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৬ নমুনায় ৭ জনের, এন্টিজেন পরীক্ষায় ২৭৫ নমুনায় ৫৩ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪২ নমুনায় ১৪ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদর উপজেলায় ৮৮জন, সারিয়াকান্দিতে ৬, শিবগঞ্জে ২, আদমদীঘি ৬, দুপচাঁচিয়ায় ৬, কাহালুতে ২, নন্দীগ্রামে ১৬, শেরপুরে ৭, ধুনটে ৭, গাবতলীতে ৪ এবং শাজাহানপুরে ১০নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় করোনায় মারা যাওয়া ৫ জন হলেন, পাবনা জেলার ফজলুর রহমান (৭৫), সিরাজগঞ্জের ওসমান গণি (৯০), বগুড়া সদরের পিন্টু (৫০), আদমদীঘি উপজেলার মোছা: মুসলেমা (৬০) এবং শেরপুর উপজেলার হোসনে আরা (৭৫)। এদের মধ্যে হোসনে আরা টিএমএসএস হাসপাতালে এবং বাকি ৪জন শজিমেক হাসপাতালে মারা গেছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৬জন ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতালে ৫জন নিয়ে মোট ১১ জনের মৃত্যু হয়। করোনা উপসর্গে মারা যাওয়াদের মধ্যে অধিকাংশ বয়স্ক ছিলেন। বগুড়ায় করোনা ভাইরাসে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৮৫ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ১৫৬ জন। মোট মৃত্যু ৪৪২ জনের। জেলায় হাসপাতাল ও কোয়ারেন্টাইন সহ মোট চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৪৮৯ জন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে