প্রকাশিত : ১২ জুলাই, ২০২১ ০১:৪১

বগুড়ায় করোনায় পাঁচ জেলার ৭ জন ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনায় পাঁচ জেলার ৭ জন 
ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জেলার ৭জন ও করোনা উপর্সগ নিয়ে ১০ সহ ১৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় মারা যাওয়া ৭ জনের মধ্যে তিনজনের বাড়ি বগুড়া জেলায় এবং অপর চারজনের বাড়ি নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলায়। এনিয়ে করোনায় ৪৬৭ জনের মৃত্যু হলো। 

রোববার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় (১০ জুলাই) করোনায় আক্রান্ত হয়ে ৭জনের মৃত্যু এবং উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। ৪৮৭টি নমুনা পরীক্ষায় ১৮৩ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মদ্যে বগুড়া সদর উপজেলার বাসিন্দা ১০১ জন, শেরপুরের ২২জন, সারিয়াকান্দির ১১জন, নন্দীগ্রামে ১০জন, সোনাতলায় ৮জন, গাবতলীতে ৮জন, শাজাহানপুরের ৬জন, ধুনটে ৫জন, দুপচাঁচিয়ায় ৪জন, শিবগঞ্জে ৪জন এবং কাহালুতে ৪জন। নতুন করে সুস্থ হয়েছেন আরও ৮৫জন। বগুড়া শহীদ জিয়াউর রহমন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ১০৮জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ২৬ নমুনায় ১৬ জনের এবং এন্টিজেন পরীক্ষায় ১৩৮ জনের মধ্যে ৩৬ জন করোনায় শনাক্ত হয়েছেন। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪১ নমুনায় ২৩জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। জেলায় মোট ১৫ হাজার ৭০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৫৩৫ জন এবং মৃত্যু হয়েছে  ৪৬৭ জনের। এছাড়া ১ হাজার ৭০৫জন চিকিৎসাধীন রয়েছে। নতুন করে করোনায় মারা গেছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে বগুড়া সদরের মোজাম্মেল (৭৫), ধুনটের সহুরা বেগম (৬৫), শিবগঞ্জের মহিউদ্দীন (৭২), সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে সিরাজগঞ্জের জিয়াউল হক (৬৫), নওগাঁর বজলুর রশিদ (৫৩), গাইবান্ধার  মুরাদ (৪৫) এবং টিএমএসএস হাসপাতালে  নাটোরের মিনা খানম (৫৫)। এছাড়া উপসর্গ নিয়ে জেলার শজিমেক, মোহাম্মদ আলী ও টিএমএসএস হাসপাতালে ১০ জন মারা গেছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে