প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১ ২২:৪০

বগুড়ার করোনায় ৫ জন উপসর্গে ১৪ জনের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
বগুড়ার করোনায় ৫ জন
উপসর্গে ১৪ জনের মৃত্যু

বগুড়ায় করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। মৃত্যুর সংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে আক্রান্ত সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘন্টায় বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ ১৪জন নিয়ে একদিনে মোট ২০ জনের মৃত্যু হয়েছে। 

 গত ২৪ ঘন্টায় বগুড়ার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন। সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। মৃত ৬ জনের মধ্যে ২জন বগুড়ার বাকি ৪ জন অন্য জেলার। 
মঙ্গলবার দুপুরে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘন্টায় (১২ জুলাই) জেলায় ৬৫০টি নমুনা পরীক্ষায় ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৭০, শেরপুরে ২০, আদমদীঘিতে ১০, সারিয়াকান্দিতে ১০, গাবতলীতে ৮, শাজাহানপুরে ৬, দুপচাঁচিয়ায় ৫, কাহালুতে ৪, ধুনটে ৪, সোনাতলায় ৩, শিবগঞ্জে ২ এবং নন্দীগ্রামে ২জন রয়েছেন। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১৭৩জন।
বগুড়া শহীদ জিয়াউর রহমন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ২৭জন, জিন এক্সপার্ট মেশিনে ১১ নমুনায় ৬জনের এবং এন্টিজেন পরীক্ষায় ৩০৩ জনের মধ্যে ৮৯ জন, বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫৪ নমুনায় ২২জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। 
এছাড়া জেলায় করোনায় মারা গেছেন ইসমাইল (৬০) ও জাহানারা (৬০), জয়পুরহাটের রাবেয়া (৬০), বগুড়ার শাজাহানপুরে রনজিদা বেগম (৪৮), সদরের রুমানা বেগম (৩৮)। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও টিএমএসএস হাসপাতাল কর্তৃপক্ষ উপসর্গ নিয়ে আরো ১৪ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদের মধ্যে ইসমাইল, জাহানারা ও রাবেয়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে, রনজিদা সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং রুমানা বেগম টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জেলায় এ পর্যন্ত মোট ১৬ হাজার ১৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮০৭ জন এবং ৪৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১ হাজার ৮৯১ জন চিকিৎসাধীন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে