প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১ ১০:৫১

যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ২০ কিলোমিটার ধীরগতি

অনলাইন ডেস্ক
যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ২০ কিলোমিটার ধীরগতি

পবিত্র ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে ততই সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। এতে কোথাও যান চলাচলে ধীরগতি আবার কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে।

সোমবার (১৯ জুলাই) ভোর থেকে যানবাহনের চাপ বাড়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ী থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতির সৃষ্টি হয়। এ ধীরগতি মাঝে মধ্যে যানজটে রূপ নিচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ ও গরু ব্যবসায়ীরা।

ঢাকা থেকে বগুড়াগামী বাসের যাত্রী মোকলেছুর মান বলেন, ‘রোববার (১৮ জুলাই) রাতে বাসে উঠেছি। এখন সকাল ৯টা বাজে। এখনও হাটিকুমরুল গোলচত্বর পাইনি। কখন বাড়ি পৌঁছাব ঠিক নেই।’

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, ঝুঁকিপূর্ণ নলকা সেতু ও যানবাহনের অতিরিক্ত গাড়ির চাপে ধীরগতির সৃষ্টি হচ্ছে। আবার ধীরগতি থেকে কখনো যানজটের সৃষ্টি হচ্ছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে