প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১ ১০:৫৪
সেপটিক ট্যাংকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
![সেপটিক ট্যাংকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু](./assets/news_images/2021/07/19/tank-20210719025212.jpg)
ভোলায় সেপটিক ট্যাংকে পড়ে আফিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দপুর গ্রামের মো. সালাউদ্দিনের মেয়ে।
রোববার (১৮ জুলাই ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সৈয়দপুর ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর হোসেন জানান, সন্ধ্যার দিকে শিশুটি ঘর থেকে বের হয়ে হেঁটে বাইরে চলে যায়। সবার অগোচরে ঘরের পাশের একটি নির্মানাধীন সেপটিক ট্যাংকিতে পড়ে যায়। পরে তার পরিবারের সদস্যরা শিশুটিকে অনেক সময় না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তারা সেপটিক ট্যাংকের ভেতর থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন