প্রকাশিত : ২২ জুলাই, ২০২১ ১৯:৫৩

ধামইরহাট হাসপাতালে অক্সিজেন উৎপাদনকারী আধুনিক মেশিন ‘অক্সিজেন কনসেনট্রেটর’ হস্তান্তর

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
ধামইরহাট হাসপাতালে অক্সিজেন উৎপাদনকারী আধুনিক মেশিন ‘অক্সিজেন কনসেনট্রেটর’ হস্তান্তর

ঢাকাস্থ ধামইরহাট পত্নীতলা কল্যাণ সমিতির উদ্যোগে ধামইরহাট হাসপাতাল কর্তৃপক্ষকে অক্সিজেন উৎপাদনকারী আধুনিক মেশিন ‘অক্সিজেন কনসেনট্রেটর’ হস্তান্তর করেছে। কনসেনট্রেটর গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস। ২২ জুলাই বিকেল ৪টায় অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তরকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহার আলী। আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজু, কোষাধ্যক্ষ মো. আবাবিল, দপ্তর সম্পাদক ফজলে রাব্বী,সদস্য কৌশিক দাস, ছাব্বির, ফ্রি অক্সিজেন প্রদান সমন্বয়ক রিফাতুল হাসান চৌধুরী সৈকত, মাবুদ হাসান, উপ-অর্থ বিষয়ক সম্পাদক মো. আফরাইল হোসেন, স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, করোনা দুর্যোগকালীন সময়ে ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যান সমিতির অক্সিজেন সহযোগীতা অসহায় রোগীদের ব্যাপক উপকার সাধন করবে।উল্লেখ্য সংগঠনটি ইতিপূর্বেও ধামইরহাট-পত্নীতলায় বিপুল পরিমান স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও করোনায় কর্মহীন ৬ শতাধিক মানুষকে নগদ অর্থ বিতরণ করেছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে